খেলাধুলা ডেস্ক: নাপোলি আর সাম্পদোরিয়ার মধ্যে খেলা চলছিল। তিন গোলে এগিয়েছিল নাপোলি। এমন সময় অদ্ভুত কাণ্ড ঘটালেন এক নারী দর্শক। প্রায় নগ্ন অবস্থায় নাপোলির পতাকা হাতে প্রবেশ করলেন মাঠে। দৌঁড়াতে লাগলেন মাঠের চারিদিকে। নিরাপত্তা কর্মী থেকে শুরু করে খেলোয়াড়, দর্শক সবাই যেন হতবাক।
অবস্থা বেগতিক দেখে মাঠের নিরাপত্তাকর্মীরা দ্রুত ছুটে আসেন ওই সমর্থককে নিবৃত্ত করতে। কিন্তু সহজে নিবৃত্ত হওয়ার মানুষ নন তিনি। ছুটে বেড়ালেন সারা মাঠ।
এক নিরাপত্তাকর্মী খুব কষ্টে শেষ পর্যন্ত ওই নারীকে ধরতে সক্ষম হন। কাঁধে ফেলে সোজা নিয়ে যান মাঠের বাইরে।
রোববারের ম্যাচে নাপোলি ৫-২ গোলে সাম্পদোরিয়াকে হারায়। সুত্র : ডেইলি মেইল।