• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৫ অপরাহ্ন |

জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত জরিপ শুরু

Jol Baeuসিসি নিউজ: সারাদেশে জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কর্মসূচি সংক্রান্ত জরিপ পরিচালনার কাজ শুরু হয়েছে। আজ ১৫ মে হতে শুরু হওয়া ওই জরিপ আগামী ২৪ মে পর্যন্ত চলবে। নীলফামারী জেলা এ জরিপ কাজের জন্য ১০ জন সুপারভাইজার ও ৩৮ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে।

 জেলা পরিসংখ্যান অফিসের নীলফামারী উপ-পরিচালক মোঃ এনামুল হক জানান, পৃথিবীর একটি দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন সারা বিশ্বে একটি বহুল আলোচিত বিষয়। গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ ও ভূ-পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির প্রভাবে জলবায়ুতে পরিবর্তন হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরির্বতনের কারণে প্রাকৃতিক দুর্যোগ এদেশে মারাত্মক ভাবে প্রভাব ফেলছে। যেমন- খরা, বন্যা, জলমগ্নতা, ঘুণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, বজ্রপাত, নদী ভাঙ্গন, ভূমি ধ্বস, লবনাক্ততা, শিলাবৃষ্টি প্রভৃতি। যার প্রভাবে রোগ ব্যাধির বিস্তার, কৃষি উৎপাদনসহ আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হচ্ছে। ওই আর্থ-সামাজিক পরিবর্তনের হালনাগাদ সঠিক তথ্যের অভাবে সরকারের সঠিক পরিকল্পনা প্রণয়ন ও জরিপের মাধ্যমে যে তথ্য-উপাত্ত পাওয়া যাবে তা দেশে ভিত্তি-উপাত্ত(ইধংব খরহব উধঃধ) সৃষ্টি করবে যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ এবং দুগর্ত এলাকার দরিদ্রতা নিরসনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণসহ উন্নতর পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। তাই বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী সংস্থ, এনজিও, গবেষণা সংস্থা, পরিবেশবাদী সংস্থা প্রভৃতির পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পরিকল্পনা প্রণয়নের জন্য হালনাগাদ তথ্য প্রাপ্তির নিমিত্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক খানা ভিত্তিক জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কর্মসূচি সংক্রান্ত জরিপ পরিচালনার উদ্যোগ গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ