দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে শহর জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া দিবস পালিত হয়েছে। গুম-খুনে নিহতদের স্মরনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই আলোচনা ও দোয়া দিবস পালন করা হয়।
শুক্রবার সকালে দিনাজপুর শহর জামায়াতের আমীর মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো। বক্তব্য রাখেন জামায়াত নেতা এ্যাড. মোঃ মাইনুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে সারা দেশে জামায়াতসহ নিহত বিরোধী দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।