• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২২ অপরাহ্ন |

ভারতের নির্বাচনে অভিনেতা-অভিনেত্রীদের জয়জয়কার

Indiaসিসিনিউজ ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে বলিউড ও টলিউডের অনেক অভিনেতা ও অভিনেত্রী প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছিলেন। যাদের মধ্যে অধিকাংশই জয়ী হয়ে সংসদে প্রবেশের ছাড়পত্র পেয়েছেন। বিজেপির পরিচিত মুখ টিভি অভিনেত্রী স্মৃতি ইরাণী পরাজিত হলেও জয়ী হয়েছেন কিরণ খের, হেমামালিনী, পরেশ রাওয়াল, শত্রুঘ্ন সিনহা, মনোজ তিওয়ারি ও বিনোদ খান্না। প্রখ্যাত সুরকার বাবুল সুপ্রিয়ও জয়ী হয়েছেন। হেরে গিয়েছেন আরেক প্রখ্যাত সুরকার বাপ্পী লাহিড়ী। সমাজবাদী পার্টির সাবেক সাংসদ জয়া প্রদা এবার পরাজিত হয়েছেন। হেরে গিয়েছেন কংগ্রেসের রাজ বাব্বরও। বিহারের চম্পারণ থেকে পরাজিত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রকাশ ঝা। বিপুল আলোড়ন তুলে নতুন দল গড়ে প্রার্থী হয়ে রাখী সাওয়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও তার জামানত জব্দ হয়েছে। পরাজিত হয়েছেন গুল পানাঙ। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে জয়ী হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব, সাবেক অভিনেত্রী সন্ধ্যা রায়, মুনমুন সেন, শতাব্দী রায়, তাপস পাল ও নাট্যকর্মী অর্পিতা ঘোষ। তাপস পাল ও শতাব্দী রায় অবশ্য গতবারও জয়ী হয়েছিলেন। এরা সকলেই তৃনমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। তবে তৃনমূল কংগ্রেসের প্রার্থী গায়ক ইন্দ্রনীল সেন ও ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায় পরাজিত হয়েছেন কংগ্রেসের প্রার্থীদের কাছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ