সিসিনিউজ: ব্যালট পেপার ও ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের মামলায় নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন জামায়াতের আমীর ও সুন্দরখাতা সফিকুল গনী স্বপন ফাজিল মাদ্রাসার প্রভাষক জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ভাটিয়াপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জাহিদুল ইসলামের নেতৃত্বে জামায়াত-শিবির কর্মীরা গত পাঁচ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সাতজান ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ও ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় জাহিদুলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল সাতজান গ্রামের হনর উদ্দিনের ছেলে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে জাহিদুল পলাতক ছিলো। আজ বিকেলে ভাটিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।