ডোমার (নীলফামারী) প্রতিনিধি: পরীক্ষার ফলাফল ভালো না হবার আশঙ্কায় ফলাফল প্রকাশের আগে চিরবিদায় নিলো রাফাত হাসান নয়ন (১৬)। আজ সকালে তার থাকার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। নয়ন জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি বাজার এলাকার শফিকুল ইসলাম সবুজের ছেলে।
নয়নের পারিবারিক সূত্র জানায়, নয়ন চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। পরীক্ষা শেষ হবার পর থেকে সে তার ভালো ফল নিয়ে আশঙ্কায় ছিলো। সকালে থাকার ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এদিকে ইন্টারনেটের ফলাফলে জানা যায়, নয়ন জিপিএ-৪.৫ পেয়ে পাশ করেছে (রোল-১৫৮৭২৪)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।