সিসিনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের তিন শিক্ষার্থী বন্ধু সততার জন্য গণমাধ্যমের খবর হলেন। কুড়িয়ে পাওয়া বেশ মোট অঙ্কের ডলার প্রকৃত মালিককে ফেরত দিয়ে সততার জন্য অন্যদের কাছে নন্দিত হলেন।
এই তিন বন্ধু নিজেদের ব্যবহারের জন্য একটি পুরনো সোফা কেনেন। সোফাটি তারা বাড়িতে নিয়ে সেট করার সময় এর কোনো একটি ভাঁজ থেকে ৪০ হাজার ৮০০ ডলার খুুঁজে পান।
ডলারগুলো পাওয়ার পরে তারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন- এগুলো নিয়ে তাদের কী করা উচিৎ। ডলারগুলো ফেরত না দিলে কেউ তাদের কিছু বলতে পারবে না। তা ছাড়া তাদের অভাবও রয়েছে। ফলে ইচ্ছা করলেই তারা তা নিজেদের করে নিতে পারতেন।
অবশেষে তিন বন্ধু সলাপরামর্শ করে সিদ্ধান্ত নেন, না- অন্যের অর্থ নিজেরা হস্তগত করবেন না। ফিরিয়ে দেবেন এর প্রকৃত মালিককে।
ডলারগুলো কয়েকটি খামের মধ্যে ছিল। এর একটি খামের ওপর প্রকৃত মালিকের ঠিকানা লেখা ছিল। এই তিন বন্ধু ঠিক করেন তারা ডলারগুলো ফেরত দেবেন।
রিসি ওয়েরখোভেন, ক্যালি গুয়াস্তি, লারা রুসো এরা হলেন সেই তিন বন্ধু। নিউ ইয়র্কের মূল শহর থেকে ১২০ কিলোমিটার উত্তরে পালটজ শহরে একটি রুমে এক সঙ্গে থাকেন তারা।
পরিকল্পনা মাফিক তারা ডলারগুলো ফেরত দিতে যান। গিয়ে দেখেন ডলারের মালিক একজন ৯১ বছর বয়সী বিধবা।
নিজের সারা জীবনের সঞ্চয় ফেরত পেয়ে তিনি জারপরণাই খুশি হন। রিসি, ক্যালি ও লারাকে তাদের সততার জন্য ১ হাজার ডলার পুরস্কার দেন তিনি।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন, এপি।