রংপুর: রংপুরে ফিরোজ কবির (৪৫) নামে এক ভণ্ড নবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।শনিবার দুপুর সোয়া ৩টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-১৩ কমান্ডার মোতাহেরুল ইসলাম জানান, ভণ্ড ফিরোজ দীর্ঘদিন থেকে নগরীর মাহীগঞ্জ বনহাজরা এলাকার দরবার শরীফ তৈরি করে অগ্নিপূজা ও ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিলেন। এছাড়া সে নিজেকে নবী হিসেবেও দাবি করে। এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, গত কয়েক মাস আগে রংপুরের আলেম সমাজ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়ে ভণ্ড নবী দাবিদার ফিরোজ কবিরের অপতৎপরতা বন্ধের জোর আহবান জানান।