লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা বাজারে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে স্থানীয় মেম্বার হানিফ পাটোয়ারীর ছেলে ছাত্রলীগ নেতা রতন পাটোয়ারী। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সানাউলের নেতৃত্বে পুলিশের একটি দল দল্টা বাজারের প্রধান সড়ক থেকে জাফর নগর গ্রামের ফজল করিমের ছেলে মাসুদ আলমকে গ্রেফতার করে। পরে আসামি নিয়ে পুলিশ মোরগ বাজারে এলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন পাটোয়ারীসহ কয়েকজন যুবক পুলিশের কাছ থেকে আসামি মাসুদকে ছিনিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, মাসুদ গত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা, মারধর, গুলিবর্ষণ ও নারী নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি বলে জানা গেছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন শীর্ষ নিউজকে বলেন, ছিনতাই নয়, পুলিশকে ভুল বুঝিয়ে আসামি নিয়ে যাওয়া হয়েছে।