• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০১:৫০ অপরাহ্ন |

হুবহু নরেন্দ্র মোদি

Modi Nokolসিসিনিউজ ডেস্ক: বিকাশ মহান্তের বয়স ৫২ বছর। গড়নে-গঠনে ও মুখাবয়বে হুবহু নরেন্দ্র মোদির মতো দেখতে তিনি। তার ওপর ভারতের ভাবী প্রধানমন্ত্রীর ট্রেড-মার্ক সাদা রঙের কোর্তা পায়জামা ও নেহরু জ্যাকেট পরার পর তাকে চিনতে যে কেউ ভুল করবেন। ভারতের মুম্বইয়ের গুরগাঁও এলাকার এনইএসসি ময়দানের নির্বাচন কেন্দ্রে চলছিল ভোট গণনা। হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে সেখানে হাজির হলেন নরেন্দ্র মোদি। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন সবাই। বিশেষ করে সেখানে উপস্থিত শিব সেনা ও বিজেপি’র সমর্থকরা উল্লাস করলেন। তবে তিনি আসল নরেন্দ্র মোদি নন। আসল ঘটনা যখন উপস্থিত জনতা জানলেন, তাতেও তাদের উচ্ছ্বাসে কোন ভাটা পড়লো না। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। ব্যারিকেডের বাইরে দাঁড়াতে হলো বিকাশ মহান্তেকে। বিজেপি ও শিব সেনা সমর্থকরা তাকে ঘিরে ধরলেন। মোবাইলের ক্যামেরায় নকল নরেন্দ্র মোদির সঙ্গে নিজেদের বহু ছবি তুললেন তারা। মহান্তে বলছিলেন, যখন থেকে আমি দাড়ি রাখতে শুরু করি, তখনই বুঝলাম আমি নরেন্দ্র মোদির মতো দেখতে। আমি জানি নিজেকে অন্য মানুষ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। তবে আমি কোন অনিষ্ট করতে চাই না। এদিকে শেষ পর্যন্ত পুলিশের নজরে আসে বিষয়টি। তারা সেখানে উপস্থিত সবাইকে সরে দাঁড়াতে বলেন। এমনকি মহান্তের উপস্থিতিতে ওই এলাকায় একটি দুর্ঘটনাও ঘটে। এক পথচারী রাস্তা পার হওয়ার সময় উল্লসিত জনতার ভিড়ের দিকে তাকাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। একটি মোটরবাইক তাকে ধাক্কা দেয়। নকল মোদি ও তার সমর্থকরা সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে পানি খেতে দেন ও তাকে অটো-রিকশায় স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ