এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট উজ্জ্বল ছিল প্রখ্যাত মার্কিন অভিনেত্রী আমেরিকা ফেরেরার ছটায়। সাদা গাউনে বহু ভক্তের মন জয় করছিলেন তিনি। ফিল্ম হাউ টু ট্রেন ইওর ড্র্যাগন ২-এর প্রিমিয়ারে এসেছিলেন ফেরেরা। অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তিনি। তখনই বলা নেই, কওয়া নেই হঠাৎ তার পিছন থেকে গাউন উচিয়ে তার ভিতরে মাথা গলিয়ে দেন এক ব্যক্তি।
এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই তো অবাক। তখন ফেরেরা দারুণ ঘাবড়ে যান। তৎক্ষণাত সতর্ক হয়ে যান নিরাপত্তারক্ষীরা। কান ফিল্ম ফেস্টিভ্যালে ফেরেরার এই ‘পাগল ভক্ত’কে কাবু করতে অবশেষে তার কান ধরতে হয় নিরাপত্তারক্ষীদের।
জানা গেছে, ওই ব্যক্তি ইউক্রেনের বাসিন্দা। তারকাদের সঙ্গে প্রায়ই এমন করেছেন তিনি। ২০১২ সালে এক ইভেন্টে অভিনেতা উইল স্মিথকে চুমু দেওয়ার চেষ্টা করেন তিনি। সে বার তার গালে চড় কষিয়েছিলেন স্মিথ।
কান ফিল্ম ফেস্টিভ্যালে এসে যে অভিজ্ঞতা হল, তাতে হাউ টু ট্রেন ইওর ড্র্যাগন ২-এর পর হাউ টু ট্রেন আ ম্যান শীর্ষক কোনও ছবিতে কাজ করার কথা ভাবছেন কি ফেরেরা? উৎসঃ রাইজিংবিডি