ঢাকা: ভিয়েতনামে চীন বিরোধী দাঙ্গার প্রেক্ষিতে শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে শুরু করেছে বেইজিং। শনিবার পর্যন্ত তিন হাজারের বেশি চীনা শ্রমিককে সরিয়ে আনা হয়েছে। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আরো বেশি শ্রমিকদের ফিরিয়ে আনতে চার্টার বিমান এবং জাহাজের ব্যবস্থা করেছে বেইজিং।
সম্প্রতি ভিয়েতনামে দাঙ্গায় কমপক্ষে দুই চীনা নিহত এবং আরো শতাধিক আহত হওয়ার পর বেইজিং এই পদক্ষেপ গ্রহণ করেছে।
এদিকে শনিবার ভিয়েতনাম সরকার বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সরকারি কর্মকর্তারা বলছেন, এসব ‘অবৈধ তৎপরতার’ ফলে দেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। তবে সরকারের এই আহ্বানে সাড়া দেয়নি বিক্ষোভকারীরা। তারা ভিয়েতনামের প্রধান প্রধান শহরে রোববার ফের বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।
সম্প্রতি ভিয়েতনামে চীন বিরোধী দাঙ্গা চলাকালে বিক্ষুব্দ জনতা চীন, তাইওয়ান এবং দক্ষিণ-কোরিয়াসহ কমপক্ষে ১৫টি বিদেশি মালিকানাধীন কারখানায় আগুন ধরিয়ে দেয়।