পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জেলার পীরগঞ্জ থানা পুলিশ বাবুল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের টিএনটি এলাকা থেকে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক ওই মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড প্রদান কর্
থানা অফিসার ইনচার্জ (ওসি) মুরশিদুল করিম মুহাঃ ইসতেশাম জানান, শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা বাবুল ওরফে ঠুটা বাবুল দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। শনিবার রাতে মাদক বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ টিএনটি এলাকা থেকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে। আজ রোববার তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইফতেখারুল তাকে এক বছরের কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।