মুন্সীগঞ্জ: সোমবার দুপুরে সাড়ে ১২ টায় ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতি পাড়ায় দুই বাসের মুখোমুখেী সংঘর্ষে চালক সহ ঘটনাস্থলে ৩ জন নিহত ও অপর বাসের চালকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ঢাকা-মাওয়া মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় যানযট। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এসব তথ্য দিয়ে মুন্সীগঞ্জের এএসপি সার্কেল কুতুবুদ্দিন আহাম্মেদ জানান, গুনগুন পরিবহনের মাওয়াগামী যাত্রীবাহী একটি বাসের সাথে ঢাকাগামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুনগুন পরিবহনের বাসটিতে আগুন লেগে যায়। এতে বাসটির চালকসহ আরও ২ জন নিহত হয়। ইলিশ পরিবহনের চালকে গুরুতর আহত হলে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কমপক্ষে আরও ১৯জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ ঢাকার মিটফোর্ডে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ওসি আবুল বাশার জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস দু’টি পলিশ হেফাজতে রয়েছে।