খেলাধুলা ডেস্ক: দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন শ্রীলঙ্কার চণ্ডিকা হাথুরুসিংহে। সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন কোচের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
১৫ জুন ঢাকায় আসবেন হাথুরুসিংহে। শ্রীলঙ্কার প্রাক্তন এই অলরাউন্ডার বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। শ্রীলঙ্কার হয়ে তিনি ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন।