সিসি নিউজ: নেত্রকোনার কেন্দুয়ায় মহিউদ্দিন নামে এক রাজাকার মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত হওয়ায় এলাকায় নিন্দা প্রকাশ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় সুনীল চন্দ্র ধর নামে এক মুক্তিযোদ্ধাকে সে প্রাণনাশের হুমকি দিচ্ছে। রাজাকার মহিউদ্দিনের বাড়ি উপজেলার দলপা গ্রামে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র ধর বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সুনীল চন্দ্র ধর তার অভিযোগে বলেন, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে মহিউদ্দিন জড়িত ছিল। এলাকার সবাই জানে সে একজন রাজাকার। ভূয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে মহিউদ্দিন বেঙ্গল রেজিমেন্টে চাকুরী নেয়।
মহিউদ্দিন মুক্তিযোদ্ধা কি না- জানতে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি তদন্ত আসলে মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র ধর ও স্থানীয় মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে সাক্ষী দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভূয়া মুক্তিযোদ্ধা রাজাকার মহিউদ্দিন তার লোকজন নিয়ে রামপুর বাজারে সুনীল চন্দ্র ধরকে প্রাণনাশের হুমকি দেন। রাজাকারের অব্যাহত হুমকিতে সুনীল চন্দ্র ধর নিরাপত্তাহীনতায় ভোগছেন।