ঢাকা : রাজধানীতে পুলিশ দম্পতি হত্যা মামলায় কাজের মেয়ে সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ (কিশোর আদালত) আদালতের বিচারক মোসা. জাকিয়া পারভীন এ জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী ১৬ জুন পরবর্তী সাক্ষির জন্য দিন ধার্য করেন তিনি।
আজ এ মামলায় সুমির বিরুদ্ধে চার্জ গঠন ও জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এর আগে সুমিকে আদালতে হাজির করে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সৈয়দ নাজমুল হুদা। তিনি বলেন, মামলার এজহারে সুমির নাম ছিল না। তাই তাকে জামিন দেওয়া হোক।
অন্যদিকে সুমি আদালতে বলেন, সে ওই ঘটনার সঙ্গে জড়িত নয়।
পরে আদালত শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন। সেই সঙ্গে আগামী ২৬ মে’র মধ্যে সুমির বাবা-মার উপস্থিতিতে জামিননামা দাখিলের নির্দেশ দেন।