রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে শিশু ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রাজিবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে । জানাগেছে,উপজেলার চর রাজিবপুর কারিগড় পাড়া গ্রামের ৩ সন্তানের জনক লম্পট সোহরাফ হোসেন (৪৫) শিশু ধর্ষনের চেষ্টা চালায়। মেয়েটির মা নেকজান বেগম ও পিতা জয়েন উদ্দিন সাংবাদিকদের জানান,গত সোমবার বিকালের দিকে তার ৭ বছরের শিশু মেয়ে মুন্নীকে বাড়িতে একা পেয়ে লম্পট সোহরাফ ধর্ষন করার চেষ্টা করে । শিশু মেয়েটির চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে লম্পট সোহরাফ পালিয়ে যায় । পরে বিষয়টি নিয়ে রাজিবপুর থানায় লিখিত অভিযোগ দিলে যৌন পীড়নের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে । মামলা নং ০১ তারিখ: ১৯/৫/১৪ইং। মামলাটির আইও হারুন-অর- রশিদ জানান আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ।