খেলাধুলা ডেস্ক: সাকিবের দূর্দান্ত ব্যাটিংয়ে জয়ের ধারায় কলকাতা নাইট রাইডার্স। কলকাতাকে ৮ উইকেটের বিশাল জয় এনে দেন বাংলাদেশি এই তারকা।
ইডেন গার্ডেনে বাংলার মান রাখেন সাকিব। মাত্র ২১ বলে ৪৫ রান করেন তিনি। হাঁকিয়েছেন ৬টি চার ও ২টি ছয়।
সাকিবের ইনিংসের উপর ভর করে চেন্নাইয়ের দেয়া ১৫৫ রানের টার্গেট ১২ বল আগেই ছুঁয়ে ফেলে কলকাতা।
সাকিব ছাড়াও ব্যাট হাতে আলো ছড়ান ওপেনার রবিন উথাপ্পা। ৩৯ বলে ১০ চার ও ১ ছয়ে ৬৭ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
উথাপ্পা বিদায়ের পরই সাকিব ক্রিজে এসে ব্যাটিং তান্ডব শুরু করেন। স্পিনার জাদেজার বল স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে শুরু করেন খুলনার এই তারকা। এরপর একে একে অশ্বিন, হিলফেনহাস ও মোহিত শর্মার বল বাউন্ডারির বাহিরে পাঠান।
ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেও বল হাতে সাকিব বেশি সুবিধা করতে পারেনি। ৪ ওভার বোলিং করে ৩০ রান ব্যয় করেন বাহাতি এই স্পিনার।
এর আগে চেন্নাই ৪ উইকেটে ১৫৪ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সুরেশ রায়না। ৫২ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৫ রান আসে রায়নার ব্যাট থেকে। এছাড়া ম্যাককালাম ২৮, দুপ্লিসি ২৩ ও ধোনী ২১ রান করেন।
ম্যাচ সেরা নির্বাচিত হন রবিন উথাপ্পা।