বুধবার এক সভায় কেজরিওয়াল বলেন, ‘মাঝ পথ থেকে পদত্যাগ করার জন্য আমি দিল্লিবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো এবং এও বলবো যে আমাকে আরেকবার সুযোগ দিন।’
গতকাল মঙ্গলবার কেজরিওয়াল দিল্লির লেফটেন্যান্ট গর্ভণর নাজিব জংয়ের কাছে বিধানসভার কার্যক্রম এখনই বন্ধ না করে এক সপ্তাহ সময় চেয়েছেন। যাতে কেজরিওয়াল আবারো দিল্লির নির্বাচনে দাড়াবেন কি দাড়াবেন না এই মতামতটা শেষ বারের মতো দিল্লির জনগণের কাছ থেকে জানতে পারেন।
আম আদমি পার্টির প্রতি জনগণের আস্থা সম্পর্কে কেজরিওয়াল বলেন, ‘আমাদের উপর মানুষ রাগান্বিত কারণ তারা ভাবছে যে আমরা পালিয়ে গেছি। মানুষ আমাকে বলছে যে আমি একবার ভুল করেছি দ্বিতীয়বার যেন না করি।’
অবশ্য দিল্লিতে বিজেপি’র প্রার্থী হর্ষবর্ধন বলেন, ‘যদি কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে জোট বেধে সরকার গঠন করতে চায় তাহলে সেটা হবে ঘোর পাপ। দিল্লির জনগণ তাদের সাতটি আসন দিয়েছিল। আর এটাই ছিল তাদের প্রতি দিল্লিবাসীর দৃষ্টিভঙ্গি।’