ঢাকা: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, আপনারা ক্ষমতায় এসে গত সাত বছরে কোটি টাকা লুট-পাট করেছেন। অবিলম্বে জনগণের এই টাকা ফিরিয়ে দিন। নইলে এই লুটপাটের জন্য একদিন আপনাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গুম, খুন ও হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার’ এর দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
শামসুজ্জামান দুদু এ সময় আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলেন, আ’লীগ নেতা-কর্মীরা আজ ব্যাংক, শেয়ার বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান লুটপাট করে সব ধ্বংস করে দিয়েছে।
সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ বি এম মোশারফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লা, মেজর (অব.) হানিফ প্রমুখ।