ঢাকা : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ভারতে বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে বসবাস করে না । অথচ বহু হিন্দুস্থানী বাংলাদেশে রয়েছে গার্মেন্টস কারখানাগুলোতে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনের সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, এনডিবির মহাসচিব আলমগীর মজুমদার, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।
শফিউল আলম ভারতকে উদ্দেশে করে বলেন, আপনারা আপনাদের এই অবৈধ নাগরিকদের ফিরিয়ে নিয়ে যান। তা না হলে এর পরিণতি খারাপ হবে।