সিসিনিউজ : রমনা থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশ পরিদর্শক ফজলুল রহমান।
গত বছরের ২ মার্চ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণের অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।