সিসিনিউজ : মৎস্যজাত রপ্তানি পণ্যের ক্ষেত্রে কঠোরভাবে মান নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী কর্মকর্তাদের বলেন, প্রক্রিয়াজাত চিংড়িতে নিষিদ্ধ এন্টিবায়োটিক পাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি বন্ধ করেছে। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা হচ্ছে। তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য চিংড়ি। বাগেরহাটে চিংড়ি গবেষণাকেন্দ্র স্থাপন করা হয়েছে। হিমায়িত মৎস্যপণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। রপ্তানি বাড়াতে আরো নানা ধরণের উদ্যোগ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি হচ্ছে। একারণে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দা থাকা সত্বেও মাথাপিছু আয় বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে ধরে রাখা সম্ভব হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় আইএমএফ-এর সমালাচনা করে বলেন, কেউ কেউ বলেছিল জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে না। কিন্তু তাদের সে ধারণা তা সত্য হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে আমিষের বিপুল ঘাটতি আছে। দেশের বাইরে মধ্যপ্রাচ্যে মাংসের চাহিদা রয়েছে। বিভিন্ন দেশে ৮০ লাখ বাংলাদেশি কাজ করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের আমিষ পণ্য রপ্তানির মাধ্যমেও আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
শেখ হাসিনা বলেন, আমাদের জাতীয় আয়ে মৎস্য ও প্রাণিসম্পদের অবদান প্রায় ৮ শতাংশ। প্রাণিজ আমিষের প্রায় ৯০ শতাংশ মৎস্য ও প্রাণিসম্পদ উপখাত থেকে আসে। দেশে পনির-ঘিসহ দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়ানোর বিষয়েও তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমুদ্রসীমা বেড়েছে। সেখান থেকে আমরা আরো মৎস্য আহরণ করতে পারি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন চরে গরু-মহিষ পালনের পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়ে প্রবেশ করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের গতি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন। দুপুর দেড়টায় তিনি সচিবালয় ত্যাগ করেন।