ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেওয়ার অপরাধে যৌতুক লোভী স্বামী মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে সদর উপজেলার বড়গাঁ ইউনিয়নের মোলানখুরি নিয়াজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে নির্যাতনের শিকার খাদিজার বাবা বাদী হয়ে মশিউর রহমানসহ তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আট মাস আগে মশিউর ও খাদিজার বিয়ে হয়। বিয়ের সময় মশিউরকে এক লাখ ১৫ হাজার টাকা যৌতুক দেন খাদিজার বাবা। এরপরও প্রায়ই যৌতুকের জন্য খাদিজাকে চাপ দিয়ে আসছিলেন মশিউর। যৌতুক দিতে না পারায় তিনি খাদিজার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। এরই ধারাবাহিকতায় চারদিন খাদিজাকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেন মশিউর ও তার পরিবার।
খবর পেয়ে খাদিজাকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তার বাবা-মা। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন।