বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। এ বছরের অক্টোবর নাগাদ হয়তো একটি খুশির খবর তিনি তার ভক্তদের দিতে পারবেন।
সাবা বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সন্তান নিয়ে আমরা যেন আনন্দে থাকতে পারি। ওকে নিয়ে সামনে আমাদের অনেক স্বপ্ন।
সোহানা সাবা এখন সেভাবে কাজ করছেন না। ডাক্তারের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। সম্প্রতি স্বামী মুরাদ পারভেজের পরিচালনায় ‘বৃহন্নলা’ ছবির কাজ করেছেন। এই ছবির দৃশ্য ধারণের কাজ করা হয় রাজবাড়িতে। খুব শিগগির ছবিটি সেন্সরবোর্ডে জমা পড়বে।
আসছে ঈদের পর ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।