সিসিনিউজ: ঢাকায় গুম হওয়া নেতাকর্মীদের স্মরণে অনুষ্ঠান করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৫ মে রোববার ঢাকা মহানগরের প্রতিটি থানায় এবং সারা দেশের জেলাগুলোতে এ কর্মসূচি পালন করবে দলটি।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
ঢাকায় গুম হওয়া নেতাকর্মীদের স্বজনদের নিয়ে ‘ফিরিয়ে দাও’ শিরোনামে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। কিন্তু অনুমতি নেওয়া হয়নি অভিযোগে পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দেয়। পরে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সীমিত আকারে অনুষ্ঠানটি করা হয়।