খুলনা: সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। বৃহস্পতিবার রাতে পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবুল কালাম আজাদকে প্রধান করে এ কমিটি করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম এবং জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ।
বুধবার বিকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন বনের পঁয়ষট্টি ছিলা এলাকায় আগুন লাগে।
মোরেলগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আরিফুল হক জানান, দুদিনেও আগুন না নেভায় শুক্রবার সকাল থেকেই বনকর্মীরা দমকল কর্মীদের নিয়ে আবারো আগুন নেভানোর কাজ শুরু করেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবুল কালাম আজাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম এবং জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ।
কমিটি বনে আগুন লাগার কারণ ও আগুনে বনজ সম্পদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করবে।