নাটোর: নাটোরের নলডাঙ্গার পশ্চিম বাঁশভাগ এলাকায় অগ্নিকান্ডে গবাদিপশুসহ তিনটি বাড়ি আগুনে পুড়ে গেছে হয়েছে।
শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্তরা জানান, রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে একটি ঘরে আগুন ধরে গেলে মুহুর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাঁশভাগ গ্রামের সুজ্জল ও উজ্জল এবং প্রতিবেশি লালনের ৩টি বাড়ির ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ৩টি ছাগল ও ৪টি গরু অগ্নিদগ্ধ হয়। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে চুরি ছিনতাই প্রতিরোধে এলাকাবাসী সচেতন হওয়ায় দুষ্কৃতকারীরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।