পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জেলার পীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইস্পাহানী এগ্রো লিমিটেড কর্তৃক শনিবার শতাধিক কৃষকের মাঝে আয়োজিত এক কৃষক সমাবেশে বিনামূল্যে উন্নতমানের ধানবীজ বিতরন করা হয়েছে। আমন মৌসুমে হাইব্রীড জাত চাষে কৃষকদের উদ্বুদ্ধকরন, আর্থ-সামাজিক উন্নয়ন ও বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ইস্পাহানীর অবদানের লক্ষ্যে ঘুঘুয়া আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্য মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন ইস্পাহানী এগ্রো লিমিটেডের দিনাজপুরস্থ আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ তাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার সিরাজুল ইসলাম, পরিবেশক মো: কামাল হোসেন, ডিলার রকিবুল বারী শুভ, উপজেলা ফিল্ড অফিসার নাফিউল ইসলাম এলিন, সঞ্চয় চন্দ্র সরকার প্রমুখ। পরে সভায় উপস্থিত ১শ’ ১০ জন কৃষকের মাঝে ২ প্যাকেট করে উন্নতমানের ইস্পাহানী-১,২, আগমনী ও দূর্বার জাতের ধান বীজ বিনামূল্যে বিতরন করা হয়।