ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১১৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । আটক মাদক ব্যবসায়ীর নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের শামছুল হকের পুত্র । রোববার সকালে ১৫০নং ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়া থেকে ফেন্সিডিল নিয়ে কুড়িগ্রাম অভিমূখে যাওয়ার সময় জেলেপাড়া এলাকায় ফুলবাড়ী থানার এএসআই ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। এ ব্যাপারে ওসি বজলুর রশিদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।