বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে আজ রবিবার জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের অবহিত করন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার হাসান ফেরদৌস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কালিপদ রায়, কৃষি অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, ও মৎস্য জীবি এবং মৎস্য চাষীগন।
প্রশিক্ষন প্রদান
বীরগঞ্জে গত শনিবার ৮টি ব্যাচে ২৮০ জন তরুন-তরুনী ও বেকার যুবক-যুবা মহিলাকে গ্রামীন-ডেভলপমেন্ট সংবাদকর্মী ও আর্থিক ব্যাবস্থাপনা শীর্ষক প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সিডিএ) সম্প্রতি আয়োজন করে। বেষ্ট ফর ওয়াল্ড জার্মান সহযোগিতায় ও সোলার প্রকল্পের আওতায় শান্তিবাগ আবাশিক এলাকায় নিজস্ব অঞ্চলিক কার্যালয়ে দু’টি ব্যাচে ৭০জন, শিবরামপর ইউনিয়নের মুরারীপুর সংস্থার ইউনিট অফিসে দু’টি ব্যাচে ৭০জন, ভোগনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দু’টি ব্যাচে ৭০জন, গোলপগঞ্জ ডিগী কলেজ ও মরিচা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দু’টি ব্যাচে ৭০জনসহ প্রতিটি ব্যাচে ৩৫জন পৃথকভাবে মোট ৮টি ব্যাচে ২৮০জন তরুন-তরুনী ও বেকার যুবক-যুবা মহিলাকে ৩ দিনের ‘গ্রামীন ডেভলপমেন্ট সংবাদকর্মী ও আর্থিক ব্যাবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। দিনাজপুর কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (সিডিএ) নির্বাহী পরিচালক শাহ্-ই- মুবিন জিন্না “তরুন-তরুনী ও বেকার যুবক-যুবা মহিলাকে গ্রামীন-ডেভলপমেন্ট সংবাদকর্মী ও আর্থিক ব্যাবস্থাপনা শীর্ষক প্রশিন” আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রশিক্ষন প্রদান করেন সংস্থার প্রশিক্ষক সমন্বয়কারী কিরন চন্দ্র রায়, প্রশিক্ষক মোঃ কামরুজ্জামান ও সিডিএ আঞ্চলিক ব্যাবস্থাপক ও সংশ্লিষ্ঠ ইউনিটের গ্রাম সহায়ক মোঃ রইস উদ্দিন ও অন্য রির্সোসগন।