লালমনিরহাট প্রতিনিধি: সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি, স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এমপির পুত্র ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি দেয়ার ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়।
ডায়েরী সূত্রে জানা গেছে, গত ২৩ মে সন্ধ্যা ৭.১২ মিঃ মোবাইল ফোন নং-০১৮৩৭৩৪৯৯৩৪ দিয়ে ০১৭১১২৮১২৯৭ নং মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয়। হুমকি দাতা নিজেকে বাংলাভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয় দেন। থানার জিডি নং-৯৯৬, তাং- ২৩.০৫.২০১৪ ।
হাতীবান্ধা ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হেসেন থানায় সাধারন ডায়েরীর সত্যতা নিশ্চিত করেন।