সিসিনিউজ: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের অবস্থার অবনতি হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, তার অবস্থার অবনতি হলে আজ বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে তাকে কেবিন থেকে আইসিউতে স্থানন্তর করা হয়। এর আগে খুলনা সফরের সময় বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কোমরে ও মেরুদন্ডে আঘাত পান তিনি। পরে গত ১১ই মে রবিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন কাজী জাফর।