ঢাকা: ভোটার তালিকা হালনাগাদে ১৪টি উপজেলাকে বিশেষ এলাকা নির্ধারণ করে সংশ্লিষ্ট উপজেলায় চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এসব উপজেলায় বহিরাগত ও রোহিঙ্গা ছাড়াও কোনো অপরাধী যাতে ভোটার না হতে পারে সে ব্যাপারে কঠোর নজরদারীর নির্দেশ দিয়েছে ইসি।
সোমবার নির্বচন কমিশনার সচিবালয়ে সিনিয়র সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ জারি করা হয়।
চিঠিতে বলা হয়, রোহিঙ্গা ও বহিরাগত পাশাপাশি অপরাধীরা যাতে বাংলাদেশি নাগরিক হতে না পারে সে বিষয়ে আইন ও সরকারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।
নির্বাচিত এলাকা গুলো হলো- কক্সবাজারের আটটি উপজেলার মধ্যে রয়েছে কক্সবাজার সদর, টেকনাফ, রামু, পেকুয়া, উঠিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়া।
বান্দরবানের চারটি উপজেলার মধ্যে রয়েছে বান্দরবান সদর, লামা, আলী কদম, নাইখোংছড়ি। রাঙামাটি দুইটি উপজেলার মধ্যে রয়েছে- ঝিলাইছড়ি কাপ্তাই।