• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

বুধবার মুন্সীগঞ্জ যাচ্ছেন খালেদা

Khalada-7মুন্সিগঞ্জ: দেশে খুন-গুম, অপহরণ ও বিচার বর্হিভুত হত্যাকান্ডের প্রতিবাদে আগামী ২৮ শে মে বিকেল ৩টায় মুন্সীগঞ্জের লঞ্চঘাটে জেলা বিএনপির আয়োজীত সমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান। যুগ্ম মহাসচিব জানান, খালেদা জিয়া বুধবার মুন্সীগঞ্জ যাবেন এবং সেখানে লঞ্চঘাটে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। ইতিমধ্যে  সেই জনসভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এদিকে, মুন্সীগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানিয়েছেন, লঞ্চঘাট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আজ দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এ অনুমতি দিয়েছেন। এর আগে গত ২২ শে মে শহরের বাইরে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় জনসভা করার অনুমতি দিয়েছিল জেলা প্রশাসক। জেলা প্রশাসনের এ সিদ্ধান্তে পরদিন ২৩ শে মে শহরের লঞ্চঘাট এলাকায় জনসভার করার জন্য পুনর্বিবেচনার আবেদন করে জেলা বিএনপি। এ নিয়ে জনসভার স্থান নিয়ে জটিলতা দেখা দেয়। এ নিয়ে বিএনপির সঙ্গে জনসভার স্থান নিয়ে মত বিরোধ দেখা দেয় প্রশাসনের। পরে আজ সকাল ১০ টার দিকে লঞ্চঘাট এলাকায় জনসভার মঞ্চ করার প্রস্তুতি নিলে পুলিশ বাঁধা দিয়ে মঞ্চ তৈরী করতে দেয়নি। পরে দুপুর দেড়টার দিকে লঞ্চঘাট এলাকায়ই জেলা প্রশাসনের অনুমতি পায় জেলা বিএনপি। মুুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, জেলা বিএনপির সভাপতি আবদুল হাইসহ বিএনপি স্থানীয় নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সকল বিষয়ে আলোচনা সাপেক্ষে তাদের পূর্ব নির্ধারিত স্থ্ান লঞ্চঘাট এলাকায় জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। এদিকে, খালেদা জিয়ার জনসভার স্থান নিশ্চিত হওয়ার পর থেকে মুন্সীগঞ্জ শহরের বিএনপির কর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চলতা। চলছে মাইকিং। দুপুর আড়াইটার দিকে শুরু হয়েছে মঞ্চ তৈরীর কাজ। বিভিন্ন ব্যানার- ফেন্টুন দিয়ে সাজানোর কাজে ব্যস্ত কর্মীরা। রাস্তার আইল্যান্ডগুলোতে শোভা পাচ্ছে ধানের শীষসহ শোভা বর্ধনের বিভিন্ন উপকরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ