সিসিনিউজ: কৌশলগত কারণে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ক্ষমতা কমিয়ে আনা হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রয়োজন আনুযায়ী সরকার র্যাবকে ব্যবহার করবে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে র্যাবের মহাপরিচালক বলেন, রমজান ও ঈদের সময় কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় র্যাব টহল দেবে।
পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার বলেন, আইনে যেভাবে বলা আছে, র্যাব সেভাবেই তার দায়িত্ব পালন করবে। রমজানের সময় প্রতি বছর যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, এবারও একইভাবে নিয়ন্ত্রণ করা হবে।