পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট বদরুল আলম। বক্তব্য দেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ জেড মাসুদ কামাল, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, চাকলাহাট ইউনিয়ন দলনেতা মতিয়ার রহমান প্রমূখ। সমাবেশে পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, প্রশিণপ্রাপ্ত সদস্যসহ ২শ জন সদস্য অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে সেরা কাজের জন্য একজন দলনেতাকে একটি বাইসাইকেল এবং অন্যান্যদের ছাতা ও প্লেট পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশে প্রায় এক কোটি আনসার ও ভিডিপির সদস্য রয়েছে। তারা সবাই নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিটি গ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে বাল্য বিবাহ, যৌতুক, সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধ, মানব পাচার ও চোরাচালান বন্ধসহ আইন শৃংখলা রায় পুলিশ ও বিজিবিকে সহায়তা করে আসছে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌম রায় সবাইকে সতর্কভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।