ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী তার তৈরি করা দানবের হাতে গায়েব হয়ে যাবেন। আওয়ামী লীগ নিজেদের কোন্দলে নিজেরাই শেষ হয়ে যাবে।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ রিপাবলিকান ফোরাম আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার রাজনীতি ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।
তিনি নারায়ণগঞ্জ ও ফেনীর হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, আওয়ামী লীগ নিজেদের নিজেরাই খুন করে তার দোষ বিএনপির উপর চাপাচ্ছে।
তিনি আরো বলেন, দেশে কোন বিরোধী দল নেই। তাই জনগণের পক্ষে কথা বলারও কেউ নাই।
সম্প্রতি আদালত শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না এমন ঘোষণার প্রেক্ষিতে তিনি বলেন, আদালতের রায় দিয়ে তো দেশ স্বাধীন হয়নি। দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।
বাংলাদেশ রিপাবলিকান ফোরামের সভাপতি এবিএম আবুল কালাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আবদুল্যাহ আল মেহেদী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিন জেরিন খান প্রমুখ।