• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:০৫ অপরাহ্ন |

বিশ্বের সবচেয়ে ভারী মানুষটি মারা গেছেন

manসিসি ডেস্ক: বিশ্বের সাবেক সবচেয়ে বেশি ওজনবিশিষ্ট মানুষ ম্যানুয়েল উরিবে সোমবার মারা গেছেন। মেক্সিকোর এই লোকটির মৃত্যুর কারণ জানা যায়নি, তবে তার হার্টবিট অনেক বেশি ছিল। তার বয়স হয়েছিল ৪৮ বছর। জীবনের শেষ কয়েক বছর তিনি তার জন্য বিশেষভাবে নির্মিত বিছানায় শুয়ে কাটিয়েছেন। হাঁটতেও পারতেন না তিনি।
মৃত্যুকালে তিনি অবশ্য সবচেয়ে বেশি ওজনের মানুষ ছিলেন না। তার ওজন যখন ছিল ১,২৩০ পাউন্ড, তখন তিনি ছিলেন সবচেয়ে বেশি ওজনদার মানুষ। ২০০৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে সবচেয়ে বেশি ওজনের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে পরে তিনি ওজন ৩৬৩ পাউন্ড কমিয়ে ৮৬৭ পাউন্ডে নামিয়ে এনেছিলেন।
লিভারের সমস্যায় অসুস্থ হওয়ার পর ২ মে তাকে হাসপাতালে নেয়া হয় ক্রেনের সাহায্য নিতে হয়।
২০০৮ সালে তিনি বিয়ে করেছিলেন। সাম্প্রতিক সময়ে যে কয়েকবার তিনি ঘরের বাইরে বের হয়েছিলেন, এটা ছিল তার একটি। বিয়ের সময় তার স্ত্রী কাউডিয়া সলিসের (৩৮) ওজন ছিল ২৮০ পাউন্ড।
ম্যানুয়েল ছোটকাল থেকেই মোটাসোটা ছিলেন। তবে ১৯৯২ সাল থেকে তার ওজন দ্রুত বাড়তে থাকে। ২০০২ সালে ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে পরে ব্যায়াম ও ডায়েট কন্ট্রোল করে ওজন কমাতে শুরু করেন। কিন্তু সেটাও তাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়নি।
সূত্র : ডেইলি মেইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ