সিসিনিউজ: দিনাজপুরের খানসামা উপজেলায় মানতাসা খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী চার দিন ধরে নিখোঁজ হওয়ার সংবাদ মিলেছে। তবে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মানতাসা অপহরণ হয়েছে বলে থানায় একটি অভিযোগ করেছে।
সূত্র মতে, উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের হাফিজুল হক চৌধুরীর মেয়ে মানতাসা। সে উপজেলার জমির উদ্দিন শাহ উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। গত ২৪ মে সকালে কলেজ যাওয়ার পথে সে অপহরণ হয়। পরিবারের অভিযোগ, একই উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট গ্রামের ফুলশা পাড়ার মমতাজ উদ্দিনের পুত্র নুর ইসলাম তার দলবল নিয়ে মানতাসাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মানতাসার পরিবারের কাছে ০১৭৩৭০৩৪০০৬ নম্বর মোবাইল ফোন থেকে তার মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।
নির্ভরযোগ্য একটি সূত্র মতে, নুর ইসলামের সাথে মানতাসার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু মানতাসার পরিবার তা মেনে না নেয়ায় মনের ক্ষোভে সে বাড়ি ছাড়া হয়েছে।
তবে নুর ইসলামের পরিবার জানায়, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মেয়ের পরিবার অপহরণের ঘটনা সাজিয়েছে। এক প্রশ্নের জবাবে তারা জানায়, নুর ইসলাম কোচিং করার জন্য বর্তমানে রাজশাহীতে রয়েছে।
এ ব্যাপারে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়ের বাবা মৌখিকভাবে অপহরণের ঘটনাটি অবগত করেছেন। তবে লিখিতভাবে কোন অভিযোগ না করায় আমরা কোন পদপে নিতে পারছি না।