নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে টর্নেডো আঘাত হেনেছে। আজ বেলা ১২টার দিয়ে বয়ে যাওয়া টর্ণেডোতে এই পাঁচ ইউনিয়নের অন্তত: তিন শতাধিক ঘর বিদ্ধস্ত হয়েছে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার পঞ্চপুকুর ও চাপড়া সরমজানী ইউনিয়ন, কিশোরগঞ্জ উপজেলার নিতাই, বাহাগিলী ও চাঁদখানা ইউনিয়নের ওপড় দিয়ে বয়ে যাওয়া ঝড়ে অন্তত তিন শতাধিক ঘর বিদ্ধস্ত হয়। এসময় উপড়ে পড়ে অনেক গাছপালা। ভেঙ্গে পড়ে গাছের ডালপালা।
পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম জানান, তার ইউনিয়নের বাবুলটারী, মসজিদপাড়া ও বায়েজিদ টারীসহ কয়েকটি গ্রামের ওপড় দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এসব গ্রামের অন্তত শতাধিক ঘর বিদ্ধস্ত হয়।
এদিকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনয়নের মুসরত পানিয়ালপুকুর, বেলতলী, বানিয়াপাড়া নিতাই ও চাঁদখানা ইউনিয়নের কাচারীপাড়া, মাছুয়া পাড়া ও খামাতপাড়ার ওপড় দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এসব গ্রামের অন্তত দুই শতাধিক ঘর বিদ্ধস্ত হয়। নিতাই ইউনিয়নের কাচারীপাড়া জামে মসজিদের দেয়াল আংশিক ভেঙ্গে গেছে এবং ওই মসজিদের টিউবয়েল উড়ে গেছে।
নিতাই ইউনিয়নের সরনজাবাড়ি গ্রামের আব্দুল কাদের জানান, মাত্র কয়েক মিনিটের ঝড়ে এই গ্রামের অন্তত ৩০/৪০ টি ঘর উড়ে গেছে। অনেক ঘর গাছের ওপড় আটকে আছে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এই উপজেলার তিনটি ইউনিয়নের ওপড় দিয়ে বয়ে গেছে। এসব ইউনিয়নে অনেক ঘরবাড়ি ও গাছপালা পড়ে গেছে। আমি ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরীর কাজ চলছে।