সিসিনিউজ: মংলা বন্দরসহ সুন্দরবন উপকুলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আবহাওয়া অফিস মংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।
আজ বুধবার সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে মংলা বন্দরে অবস্থানরত জাহাজের পণ্য বোঝাই ও খালাস কাজ ব্যাহত হচ্ছে। তবে বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া সাগর উত্তাল থাকায় মাছধরা নৌকা ও ট্রলারসমূহ সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।