সিসিনিউজ: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন থেকে অপহৃত এক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঈদগড়-বাইশারী সড়কে রামু উপজেলার ঈদগড়ের ব্যাংডেবা বন বিভাগের সামনে থেকে তাদের উদ্ধার করে পুলিশ ও বিজিবির যৌথ দল।
সোমবার রাত ১১টার দিকে ঈদগড়-বাইশারী সড়ক থেকে সশস্ত্র অপহরণকারীরা ওই তিনজনকে অপহরণ করে নিয়ে যায়।
মঙ্গলবার সকাল থেকে রামু থানা পুলিশ এবং নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি জওয়ানরা অপহরণস্থলের আশপাশের পাহাড়ি অরণ্যে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে।
উদ্ধারকৃত তিন ব্যক্তি হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ফনিন্দ্র লাল দের ছেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি বাজার কৃষি ব্যাংক বাইশারী শাখার ক্যাশিয়ার জিতেন্দ্র কিশোর দেব, বাইশারী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার আবদুল গনির ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী মাহবুবুর রহমান সেলিম এবং বাইশারী হলুদিয়া এলাকার নুরুল আলম (৩৫)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই তিনজনকে রামু থানায় নিয়ে আসা হয়েছে। অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।