খুলনা: পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট ষ্টেশনের তাম্বুলবুনিয়া এলাকা থেকে আট লাখ টাকা মুক্তিপণের দাবিতে আট জেলেকে অপহরণ করেছে বনদস্যু ছোট ওরফে আওয়াল ও হারুন বাহিনী বাহিনী। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যৌথভাবে দস্যুরা এ অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে জেলেদের সূত্রে জানা গেছে।
অপহৃত জেলেদের মধ্যে পাঁচ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের খালেক হাওলাদারের ছেলে রবিউল ইসলাম, রহমান হাওলাদারের ছেলে জাকারিয়া, শাহ আলম চৌকিদারের ছেলে রাসেল, মালেক বয়াতীর ছেলে আব্দুল খালেক।
নাম প্রকাশ না করার শর্তে উত্তর রাজাপুর গ্রামের কয়েকজন মৎস্য ব্যবসায়ী জেলেদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর রাজাপুর এলাকার জেলেরা বনের তাম্বুলবুনিয়া খালে মাছ ধরছিলেন। এসময় দুই গ্রুপের বনদস্যুরা যৌথভাবে জেলেদের নৌকায় হানা দিয়ে আট জেলেকে অপহরণ করে। পরে দস্যুরা মুঠোফোনে অপহৃত ওই জেলেদের মহাজনদের কাছে মুক্তিপণ হিসেবে আট লাখ টাকা দাবি করে। বিষয়টি তারা বন বিভাগকে অবহিত করেছেন বলে উল্লেখ করেন।
ধানসাগর ফরেস্ট ষ্টেশনের কর্মকর্তা (এসও) মোঃ আব্দুল বারী জানান, জেলে অপহরণের ঘটনাটি তারা শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখার পর কোষ্টগার্ডকে খবর দেয়া হবে।