রইজ উদ্দিন রকি: নীলফামারীর সৈয়দপুর শহরের রাস্তাগুলোতে এখন হাঁটু পানি। আজ বুধবার ভোর রাত থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টিপাতের ফলে শহরের বাঁশবাড়ি, নতুন বাবুপাড়া, মুন্সিপাড়া, বায়তুল সালাম রোড, শহীদ ডা. জিকরুল হক রোড , শহীদ সামসুল হক রোড , হাজীর মাঠ রোড, বিজলী মোড় পানিতে ডুবে আছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই এর প্রধান কারণ বলে মনে করছে শহরবাসী। এছাড়া কতিপয় ব্যক্তি ও ব্যবসায়ী শহরের পানি নিষ্কাশনের ড্রেনগুলোতে ময়লা-আবর্জনা ফেলায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। ফলে বৃষ্টির পানি আটকে গিয়ে সড়কগুলো এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে পৌর কর্তৃপক্ষ দাবি করছে। ছবিটি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে নেয়া।