নীলফামারী প্রতিনিধি: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার নীলফামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন সমূহ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের ভাষণ প্রচার, মিলাদ মাহফিল, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভা আয়োজন করে। বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জহুরুল আলম, মীর সেলীম ফারুক, মোস্তফা হক প্রধান বাচ্চু, গোলাম রহমান ডালু, প্রবীরগুহ রিন্টু প্রমুখ।