নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বছরের ৫ই জানুয়ারীর সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে আগুন, ব্যালটবাক্স ছিনতাই, ভোটারদের ভোট দিতে বাধা ও নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুরে জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, গয়াবাড়ী ইউনিয়নের গনি মিয়ার পুত্র জামায়াত কর্মী মোহাম্মদ আলী (৪৫) ও একই ইউনিয়নের সৈয়দ আলীর পুত্র জামায়াত কর্মী আশরাফুল আলম (৩৪)। ডিমলা থানার অফিসার ইন চার্জ শওকত আলী জানান, তাদের বিরুদ্ধে ব্যালটবাক্স ছিনতাই, ভোটকেন্দ্রে আগুন ও নাশকতার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী ও আশরাফুল আলমকে আজ শুক্রবারই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।