অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বে খাদ্য মূল্য বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। ২০১২ সালের গ্রীস্মে বিশ্বে খাদ্য মূল্যের তীব্র বৃদ্ধির পর এবারই প্রথম এমনটি ঘটল।
এর জন্যে চীনের অতিরিক্ত চাহিদা, যুক্তরাষ্ট্রের খরা এবং ইউক্রেন সংকটকে দায়ী করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা বলছেন, আর্ন্তজাতিকভাবে খাদ্য মূল্য ৪ দশমিক শূণ্য শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গম ও ভূট্টার মূল্য। এ বৃদ্ধির হার যথাক্রমে ১৮ ও ১২ শতাংশ। ২০১৩ সালের বাম্পার ফলন সত্ত্বেও খাদ্য মূল্য বেড়েছে। তারা এর জন্যে বিশ্বব্যাপী বিশেষ করে চীনের খাদ্য চাহিদা বদ্ধি, যুক্তরাষ্ট্রে খরা এবং ইউক্রেন পরিস্থিতিকে দায়ী করেছেন।