বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জের বাসুদেবপুর গ্রামে শুক্রবার প্রদর্শনী প্লট ফ্লোরার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এসিআই ক্রোপ কেয়ার এন্ড পাবলিক হেলথের আয়োজনে উপজেলার মরিচা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোসলেম উদ্দিনের ব্রি-২৮ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারন অফিসার মোঃ হুজ্জাতুল ইসলাম। ক্ষেত মালিক মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ গোলাম রসুল, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, উপসহকারী কৃষি অফিসার মোঃ আবু সাঈদ, কৃষিবিদ মোঃ আব্দুল করিম (এএমবিপি), ভুষিরবন্দর টেরিটরি অফিসার মোঃ সদরুল ইসলাম সরকার, সেলস অফিসার মোঃ মনোয়ার হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রদর্শনী প্লটে ইলড্ বুষ্টার ফ্লোরা প্রয়োগ করে ফসল কাটার পর দেখা যায় প্রতি ৫০ শতকে ৬ মন ধান অতিরিক্ত উৎপাদন হয়েছে।